TechJano

গুগল ম্যাপে মিলছে বাড়ি ভাড়ার খোঁজ!

শহরের ব্যস্ত জীবনে বাসা খোঁজা যে কি ঝমেলা তা ভুক্তভোগী মাত্রই বোঝেন। তবে এখন এই সমস্যার সমাধানে সহায়তা করছে গুগল ম্যাপ। কোথায় কোন বাড়িটি বা অফিস স্পেস ফাঁকা আছে, তার খোঁজ জানাবে গুগল ম্যাপ। দেশের অন্যতম প্রোপাটির প্লাটফর্ম পিবাজার ডটকমে যুক্ত হয়েছে গুগল ম্যাপ। যেখানে নির্দিষ্ট এলাকার বাসা বা অফিসের খোঁজ মিলবে পিবাজারের মাধ্যমে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুধু ঢাকা নয় পুরো দেশকেই এই ম্যাপের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ফলে পিবাজারের অ্যাপ বা ওয়েবসাইটে বাসা বা অফিসের ঠিকানার পাশাপাশি, গুগল ম্যাপেও দেখা যাবে প্রপাটির সঠিক অবস্থান।

এই সঙ্গে পাবেন সঠিক ডিরেকশন ও প্রপাটির পার্শ্ববর্তী শপিং মল, হাসপাতাল, স্কুল ও ক্যাফের অবস্থান এবং ট্রাফিকের সর্বশেষ পরিস্থিতি। অর্থাত্ আপনার বর্তমান অবস্থান থেকে নির্বাচিত প্রপাটিতে পৌঁছাতে সবচেয়ে সহজ পথটিও দেখিয়ে দেবে এই ম্যাপ। প্রতিষ্ঠানটির সিইও মুহাম্মদ শাহীন জানান, গুগল ম্যাপ যুক্ত হওয়াতে একজন ভিজিটর তার কাঙ্খিত নির্দিষ্ট অবস্থানেই পাবেন পছন্দেও প্রপার্টিটি। বিস্তারিত জানতে পিবাজারের নির্ধারিত www.pbazaar.com এই সাইটটিতে ভিজিট করতে পারেন।

Exit mobile version