টেক ফ্যাশন

গেমারদের জন্য যে ফোন আনছে শাওমি

By Baadshah

December 21, 2018

একের পর এক নতুন নতুন ফোন বাজারে আনছে চীনা প্রতিষ্ঠান শাওমি। বাজারেও ভালো সাড়া ফেলছে শাওমি ফোন। শাওমি তাদের নতুন নতুন সিরিজের ফোন বাজারে আনছে। এবার গেমারদের কথা মাথা রেখে শাওমি প্লে সিরিজের ফোন বাজারে আনতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর পরবর্তী স্মার্টফোন লঞ্চের কথা জানালো শাওমি।

শাওমি জানিয়েছে, গেমারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে ফোনটির।

শাওমি ফোনের দাম কমে গেছে, কোন ফোনের কত দাম?

চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে আগামী ২৪ ডিসেম্বর নতুন স্মার্টফোন লঞ্চের কথা জানিয়েছে শাওমি। সম্প্রতি এক রিপোর্টে থেকে জানা গিয়েছে গেমারদের কথা মাথায় রেখে শাওমি প্লে এর ডিজাইন করা হয়েছে। ইতিমধ্যেই বাজারে রয়েছে শাওমির Black Shark গেমিং স্মার্টফোন।

অনেকে মনে করছেন Xiaomi Play নামে লঞ্চ হতে চলেছে অগাস্ট মাসে ভারতে লঞ্চ হওয়া পোকো এফ ১। এই ফোনের প্রধান আকর্ষণ Snapdragon 845 চিপসেট, লিকুইডকুল টেকনোলজি, ৬.১৮ ইঞ্চি ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল ক্যামেরা আর ৪ হাজার এমএএইচ ব্যাটারি। তাই ২৪ ডিসেম্বরে লঞ্চ ইভেন্টে কোন ফোন সামনে আসে তা দেখার অপেক্ষায় রয়েছে টেক গুরুরা।