গেইম

গেম খেলার যে ল্যাপটপ কিনবেন

By Baadshah

August 04, 2018

গেম গেম আর গেম। গেম খেলার জন্য মন অনেকের পাগল। কিন্তু গেম খেলার জন্য চাই সে রকম ল্যাপটপ। ল্যাপটপ মেলার দেখা গেল সে রকম কয়েকটি মডেলের ল্যাপটপ।

মেলায় দেশীয় কোম্পানি ওয়াল্টন নিয়ে এসেছে তাদের তৈরি গেমিং ল্যাপটপ। অন্যান্য ল্যাপটপের চেয়ে বেশ বড়সড় ডিভাইসটির ডিসপ্লে আকৃতি ১৭ দশমিক ৩ ইঞ্চি। এতে আছে ৬ষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই ৭ প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, ১ টেরাবাইট হার্ড ডিস্ক, ব্যাকলিট কিবোর্ড ও এনভিডিয়া জিটিএক্স ৯৬০এম গ্রাফিক্স। মূল্য রাখা হচ্ছে ৭৯ হাজার ৯০০ টাকা।

আসুসের টাফ গেমিং সিরিজের নোটবুকগুলো বাজেটের মধ্যে সর্বোচ্চ পারফরমেন্স দেয়ার চেষ্টা করেছে। এতে আছে ইন্টেল কোর আই৫ প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, এনভিডিয়া জিটিএক্স ১০৫০ গ্রাফিক্স ও ১ টেরাবাইট এসএসএইচডি। ডিসপ্লের আকৃতি ১৫ দশমিক ৬ ইঞ্চি ও কিবোর্ডে আছে লাল ব্যাকলাইট। মূল্য রাখা হচ্ছে ৭০ হাজার ৫০০ টাকা।

লেনোভোর গেমিং সিরিজ লিজিওনের ওয়াই৫২০ মডেলটি পাওয়া যাচ্ছে মেলায়। বড়সড় ১৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লে। এর ডিজাইনটি আলাদাভাবে সবারই নজর কাঁড়বে। এতে থাকছে ইন্টেল কোর আই৭ প্রসেসর, ১৬ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট এসএসডি ও ১ টেরাবাইট হার্ড ডিস্ক, আর এনভিডিয়া জিটিএক্স ১০৫০ টিআই গ্রাফিক্স। মূল্য ১ লাখ টাকা।

বাজেট গেমিংয়ের পাশাপাশি এসার বাংলাদেশে এনেছে তাদের ফ্ল্যাগশিপ গেইমিং ল্যাপটপ এসার প্রেডিটর ট্রাইটন। হালকা পাতলা ছোটখাট বডিতে তারা যুক্ত করেছে মেকানিক্যাল কিবোর্ড, এনভিডিয়া জিটিএক্স ১০৬০ গ্রাফিক্স, ২ টেরাবাইট হার্ড ড্রাইভ এবং ২৫৬ গিগাবাইট এসএসডি। মজার বিষয় হচ্ছে ল্যাপটপটির ডিসপ্লে ১৭ দশমিক ৩ ইঞ্চি হলেও আকৃতি ১৫ ইঞ্চি ল্যাপটপের কাছাকাছি। মূল্য ৩ লাখ ৫ হাজার টাকা।

মেলায় অমেন গেমিং সিরিজের অমেন ১৫ নিয়ে মেলায় হাজির হয়েছে এইচপি। এতে থাকছে ১৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল কোর আই৭ প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম ও এনভিডিয়া জিটিএক্স ১০৫০ গ্রাফিক্স। ডিজাইন পুরোপুরি গেইমিং ঘরানার, লাল এবং কালো মিলিয়ে চমৎকার ডিজাইনের ল্যাপটপ এটি। মূল্য রাখা হচ্ছে ১ লাখ ১৫ হাজার টাকা।

ডেলের গেমিং ল্য়াপটপ ইন্সপাইরন ১৫-৭৫৫৯ পাওয়া যাচ্ছে মেলায়। এতে থাকছে ইন্টেল কোর আই৫ প্রসেসর, ৮ গিগাবাইট র‌্য়াম, ১ টেরাবাইট হার্ড ডিস্ক এবং এনভিডিয়া জিটিএক্স ৯৬০এম গ্রাফিক্স। গেইমিং ল্যাপটপ হলেও এটি দেখতে খুবই সাদামাটা। এর মূল্য ৭৩ হাজার টাকা।