জনপ্রিয়

গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা সেপ্টেম্বরে সর্বোচ্চ বিক্রিত ফোন

By Baadshah

November 21, 2020

গত আগস্টে স্যামসাং তাদের নতুন নোট সিরিজের স্মার্টফোন ‘গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা’ উন্মোচন করে। তার পরের মাসেই বিশ্বব্যাপী ফাইভজি স্মার্টফোন বিক্রির তালিকায় শীর্ষে ছিলো ফোনটি। কাউন্টারপয়েন্ট রিসার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্যামমোবাইল।

বাজার গবেষণা প্রতিষ্ঠানটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফাইভজি স্মার্টফোন বাজারে গ্যালাক্সি নোট ২০ আল্ট্রার ৫ শতাংশ বাজার দখল ছিলো।

অ্যাপলের আইফোন ১২ সিরিজ উন্মোচনের আগে বিশ্বব্যাপী শীর্ষ ১০টি সর্বোচ্চ বিক্রিত ফাইভজি স্মার্টফোনের তিনটিই ছিলো স্যামসাংয়ের দখলে। আর বাকিগুলো ছিলো চীনের প্রতিষ্ঠানের প্রতি।

হুয়াওয়ে পি৪০ প্রো (৪.৫%) এবং নোভা ৭ (৪.৩%) নিয়ে বাজারে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিলো। আর ৪ শতাংশ শেয়ারি নয়ে চতুর্থ অবস্থা গ্যালাক্সি এস২০ প্লাস এবং ২.৯ শতাংশ শেয়ার নিয়ে গ্যালাক্সি নোট ২০ ছিলো অষ্টম অবস্থানে।

তবে বাজার বিশ্লেষকরা বলছেন নভেম্বরের তালিকায় বড় ধরণের পরিবর্তন আসবে। আইফোন ১২ এর চারটি মডেল এই তালিকায় প্রবেশ করতে পারে।