TechJano

গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোথায় করবেন?

গত ১৩ মে শুক্রবার বিআইটিএম এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ প্রয়াশে শুরু হয়েছে, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের পৃখক পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ৩ সিমিস্টার এবং ১৮ ক্রেডিটের এই পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রামদুটির কোর্স কারিকুলাম সাজানো হয়েছে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার অঙ্গনের একদল দক্ষ গবেষক দ্বারা, এবং প্রশিক্ষক হিসেবে যারা থাকছেন তাদের রয়েছে তাদের রয়েছে দীর্ঘ্যদিনের বাস্তব কাজের অভিজ্ঞতা।

বিআইটিএম এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই উদ্যোগের প্রসঙ্গে বিআইটিএমের সিইও তালুকদার মোহাম্মাদ সাব্বির বলেন, “ আমরা অনেকদিন ধরে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার কোলাবরেশন নিয়ে কাজ করছি, এবং বিআইটিএম এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই উদ্যোগটি এই ক্ষেত্রে বড় একটি মাইলস্টোন। আমরা আশা করছি এই প্রোগ্রামদুটি শিক্ষার্থীদের কর্মজীবনে ব্যাপক গুরুত্ব বহন করবে তারা তাদের ক্যারিয়ারে উত্তরোত্তর উন্নতি করবেন “

Exit mobile version