সৈয়দ তানভির হুসাইনকে গত ১ ২জুন ২০১৮ থেকে প্রধান মানব সম্পদ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন। তানভির হুসাইন ২০১৩ এর মাঝামাঝি গ্রামীণফোন যোগ দেন এবং তখন থেকে সাফল্যের সাথে পিপলস এন্ড অর্গানাইজেশন ডিভিশনের অধীন সেন্টার অফ এক্সপার্টিজ এবং পরবর্তীতে শেয়ার্ড সার্ভিস অর্গানাইজেশন পরিচালনা করেছেন। পূর্ববর্তী পদগুলোতে তিনি কোম্পানিকে আরো গতিশীল, সাংগঠনিক উন্নয়ন ,মানব সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতির ডিজিটালকরণ, সহযোগীদের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন এবং দীর্ঘকাল ধরে চলে আসা বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নতুন রূপ দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মানব সম্পদ খাতে তানভির হুসাইন গত ২০ বছর ধরে বিভিন্ন শিল্পে কাজ করছেন।তিনি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এই প্রতিষ্ঠানে তিনি প্রশিক্ষণ ও উন্নয়ন এবং ইন্ড্রাস্ট্রিয়াল রিলেশনস বিভাগে কাজ করেন।এরপর তিনি সিটি ব্যাংক এন এতে হেড অফ এইচআর হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে এয়ারটেল বাংলাদেশ এসিএইচআর ও হিসেবে কাজ করেন।এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কেবিআর এবং আরামার্ক এ কাজ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (ফিন্যান্স) করেন।