TechJano

গ্রামীণফোন এক্সিলারেটরে বিজয়ী ইউআইটিএস-এর দল ‘”সাউন্ড ভিশন”

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) সম্প্রতি অনুষ্ঠিত গ্রামীণফোন এক্সিলারেটর প্রোগ্রামে বিজয়ী দল ইউআইটিএস-এর “সাউন্ড ভিশন” টীমকে প্রানঢালা অভিনন্দন।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট চশমা উদ্ভাবন করে ঢাকা জেলার সেরা নবীন উদ্ভাবক হিসেবে নির্বাচিত হয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) দল ‘সাউন্ড ভিশন’। শব্দ-কল্পনার এই বিশেষায়িত চশমা উদ্ভাবন করে গ্রামীণফোন এক্সিলারেটরের আয়োজনে “জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা” প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দলটি।

দলের সদস্যরা হলেন ইউআইটিএস-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ইশরাক চৌধুরী, জোবায়ের হাসান, মাসুদ চৌধুরী, এবং সাদিয়া আক্তার।

ইউআইটিএস-এর বিজয়ী দল “সাউন্ড ভিশন” একটি পরিধানযোগ্য অডিওভিজুয়াল ডিভাইস উপস্থাপন করেছে, যা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সুলভ মূল্যে রিয়েল-টাইম গাইডেন্স এবং সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।

“জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা” উদ্যোগের অংশ হিসেবে নবীন উদ্ভাবকদের ৪,৮০০-এরও বেশি ধারণাকে প্রোটোটাইপে রূপান্তরিত এবং ব্যবসায়িক সফলতার প্রতিচিত্র উপস্থাপন করা হয়েছে ২০ টি জেলায় অনুষ্ঠিত বুটক্যাম্পে। ঢাকায় চূড়ান্ত বুটক্যাম্পে অংশগ্রহণ করেছে ২৫০ জনেরও বেশি প্রতিযোগী।

বিজয়ী হওয়ায় “সাউন্ড ভিশন” দলকে এক লাখ টাকার ডামি চেক প্রদান করেছে গ্রামীণফোন। তাদের উদ্ভাবনী সমাধান জিপি হাউসে অনুষ্ঠিত প্রোগ্রামে শীর্ষ স্থান অধিকার করেছে। চূড়ান্ত পর্বের প্রতিযোগীরা জিপি হাউসে অফিস, প্রশিক্ষক এবং প্রডাক্ট তৈরি করার প্রযুক্তি সুবিধা, মিডিয়া সাপোর্ট পেয়েছে। এছাড়া, গ্রামীণফোনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা এবং বিনিয়োগকারীর ব্যবস্থা করা হয়েছে। তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে জিপি এক্সিলারেটর।

Exit mobile version