ই-কমার্স

গ্রামীণ ই-কমার্সকে এগিয়ে নিতে প্রিয়শপ ও মাইক্রোসফটের উদ্যোগ

By Baadshah

April 06, 2018

বাংলাদেশের ই-কমার্স ক্ষেত্রের জন্য ব্যাপক সুখবর। মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠান ই-কমার্স খাতে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। বাংলাদেশি ই-কমার্সের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড প্রিয়শপের মাধ্যমে গ্রাণীণ পর্যায়ে ই-কমার্সকে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশীর কবির এক ফেসবুক পোস্টে লিখেছেন, দেশের ৬৪ টি জেলায় ই-কমার্সকে ছড়িয়ে দিতে প্রিয়শপের মাধ্যমে কাজ করবে মাইক্রোসফট বাংলাদেশ। স্টে টিউনড। প্রিয়শপের প্রধান নির্বাহী আশিকুল আলম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয়শপ বাংলাদেশে ই-কমার্স খাতে বিপ্লব ঘটাতে যাচ্ছে বলে জানান আশিক। শিগগিরই সারাদেশে প্রিয়শপের কার্যক্রম শুরুর কথা জানান তিনি। প্রিয়শপের প্রধান নির্বাহী জানান, গ্রামীণ জীবনে মান উন্নয়ন এবং ডিজিটাল সেবা ছড়িয়ে দিতে চাইছে মাইক্রোসফট। পাশাপাশি গ্রামীন শিল্প যেন ইকমার্সের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে তার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন গ্রামে তৈরি পণ্য ইকমার্সের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে পাশাপাশি প্রয়োজনীয় পণ্যটি প্রযুক্তির সহায়তায় সারা লাস্টমাইলে যাবে এমন কাজে সাহায্য করবে মাইক্রোসফট। আসলে রুরাল ইকামার্সকে প্রমোট করার জন্য এক হয়েছে প্রিয়শপ ও মাইক্রোসফট।