টেক-বিনোদন

ঘরবন্দিদের ফোনে লুডু খেলে সময় কাটছে

By Baadshah

May 11, 2020

লুডু খেলেননি এমন বাঙালি খুঁজে পাওয়াই কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে খেলার আঙ্গিক। পিচবোর্ড, রঙিন কাগজে মোড়া লুডোর বোর্ড এখন ঘরে না থাকলেও চলবে। স্মার্টফোনেই ডাউনলোড করে এই খেলায় মত্ত ঘরবন্দি মানুষ।

কয়েক দশক আগে অত্যন্ত জনপ্রিয় এই খেলাটি সময়ের সঙ্গে সঙ্গে ভিডিও গেম আর স্মার্টফোনের অসংখ্য মজার মজার গেমের ভিড়ে হারিয়ে গিয়েছিল। লকডাউনে সেই অ্যানড্রয়েড গেমের তালিকাতেই ফিরল লুডুর নাম। আর দেখতে দেখতে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠল হাজার হাজার মানুষের কাছে।

লুডু খেলা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল, এই খেলায় বয়সের কোনও সীমা নেই। যে কোনও বয়সের মানুষই এতে অংশগ্রহণ করতে পারেন। এ খেলার জন্য কোনও বিশেষ শারীরিক দক্ষতারও দরকার হয় না। তবে বুদ্ধি খাটানোর প্রয়োজন পড়বেই ঘুঁটি কাটাকুটির সময়।

খেলার আনন্দ উপভোগ করতে যে কোনও বয়সের মানুষই লুডো খেলতে পারেন। তাই অনলাইন বা অফলাইন অ্যানড্রয়েড গেম হিসাবে লকডাউনে ফের জনপ্রিয় হয়ে উঠেছে কয়েক দশক আগের ঘরোয়া ‘টাইম পাস’ লুডু!