ক্যারিয়ার

ঘরে বসে সরকারি কোর্স করতে চান? এ সুযোগ মিস করবেন না

By Baadshah

April 18, 2018

বাড়ি বসে বড়লোক হবার মতোই ঘটনা। কে কে চান? সফট স্কিল, ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিকস ডিজাইন ঘরে বসে শিখতে ? সরকার সে সুযোগ তৈরি করেছে। এ জন্য কোথাও দৌড়াতে হবে না। ভালো ইন্টারনেট থাকলে ঘরে বসেই শিখতে পারবেন। ৩০ হাজার জনের শেখার সুযোগ আছে। এগুলো অনলাইন কোর্স। অনলাইন কো‍র্সের মাধ্যমে দেশের ৩০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি। এসব তরুণদের বিশ্বমানের দক্ষতা নিশ্চিত করতে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তুলতে পদক্ষেপটি নিয়েছেন তথ্যপ্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) এবং রেপটো এডুকেশন সেন্টার ।প্রতিষ্ঠান দুটির মধ্যে এতামধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিপিও সামিট ২০১৮ আয়োজনের শেষ দিনে প্রকল্পটির উদ্বোধন করা হয়।চুক্তি স্বাক্ষর ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী।

এছাড়া উভয় প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন এলআইসিটি প্রজেক্ট ডিরেক্টার মো. রেজাউল করিম, কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, রেপটোর সিইও ইশতিয়াক আহমেদ সিয়াম এবং রেপটো বিপণন বিভাগের প্রধান সাহাদাত হোসেন।চুক্তি অনুযায়ী রেপটো প্লাটফর্ফের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে এলআইসিটি কোর্স করতে পারবেন ও অনলাইনে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে পারবেন। বর্তমানে শিক্ষার্থীরা তিনটি কোর্স অনলাইনে করতে পারবেন, কোর্সগুলো হলো, সফট স্কিল ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং ।এছাড়া আরো চারটি কোর্স খুব শিগগিরি তালিকায় যুক্ত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় রেপটো।এই লিঙ্কে গিয়ে শিক্ষার্থীরা কোর্সগুলোতে নিবন্ধন করতে পারবেন। এই লিঙ্কে গিয়ে শিক্ষার্থীরা কোর্সগুলোতে নিবন্ধন করতে পারবেন।