ক্যারিয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৯ জন শিক্ষক নিয়োগ

By Baadshah

September 20, 2018

নিম্নবর্ণিত বেতন স্কেল এবং রীতি মোতাবেক দেয় অন্যান্য ভাতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা :

১। সহকারী অধ্যাপক (সমাজতত্ত্ব বিভাগ)- ০৯টি স্থায়ী

২। সহকারী অধ্যাপক (নৃবিজ্ঞান বিভাগ)- ০৪টি স্থায়ী

৩। সহকারী অধ্যাপক (নৃবিজ্ঞান বিভাগ)- ০১টি স্থায়ী

৪। সহকারী অধ্যাপক (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ)- ০১টি স্থায়ী

৫। সহকারী অধ্যাপক (আইন বিভাগ)- ০২টি স্থায়ী

৬। সহকারী অধ্যাপক (ফার্মেসি বিভাগ)- ০১টি স্থায়ী

৭। সহকারী অধ্যাপক (মনোবিজ্ঞান বিভাগ)- ০২টি স্থায়ী

৮। সহকারী অধ্যাপক (মাইক্রোবায়োলজি বিভাগ)- ০২টি স্থায়ী

৯। সহকারী অধ্যাপক (পদার্থবিদ্যা বিভাগ)- ০২টি স্থায়ী

১০। সহকারী অধ্যাপক (পদার্থবিদ্যা বিভাগ)- ০৩টি স্থায়ী

১১। প্রভাষক (পদার্থবিদ্যা বিভাগ)- ০৩টি স্থায়ী

১২। প্রভাষক (ফার্মেসি বিভাগ)- ০১টি স্থায়ী

১৩। প্রভাষক (ফার্মেসি বিভাগ)- ০৩টি স্থায়ী

১৪। প্রভাষক (মনোবিজ্ঞান বিভাগ)- ০৩টি স্থায়ী

১৫। প্রভাষক (দর্শন বিভাগ)- ০২টি স্থায়ী

১৬। প্রভাষক (নাট্যকলা বিভাগ)- ০৪টি স্থায়ী

১৭। প্রভাষক (সংগীত বিভাগ)- ০৫টি স্থায়ী

১৮। প্রভাষক (সংগীত বিভাগ)- ০১টি স্থায়ী

বেতন স্কেল :

সহকারী অধ্যাপক : জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড

প্রভাষক : জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড

কর্মস্থল : চট্টগ্রাম

আবেদন নিয়ম :

উক্ত পদসমূহের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতাসহ বিস্তারিত তথ্যাদি এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cu.ac.bd পাওয়া যাবে। এ ছাড়া বিস্তারিত পত্রিকায় দেখতে পারবেন।

আবেদনের শেষ তারিখ :

আগামী ২ অক্টোবর, ২০১৮ তারিখ সকাল ৮ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : যুগান্তর, ১২/০৯/২০১৮