TechJano

চতুর্থ শিল্প বিপ্লবের বিকাশমান খাতগুলো নিয়ে সেমিনার

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ও বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর যৌথ আয়োজনে আগামী ২৭ এপ্রিল, ২০১৯ রাজধানীর জনতা টাওয়ারস্থ সফটওয়্যার টেকনোলজি পার্ক এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী “টেকনোলজি এন্ড রিসার্চ কনফারেন্স ফর ইয়ুথ” শীর্ষক সম্মেলন।

সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লবের বিকাশমান খাতগুলোসহ ৬টি সেমিনারর আয়োজন করা হবে। সেমিনারগুলোর আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকছে রোবট ফর স্পেস, মডার্ন এআই, ইন্টারন্যাশনাল পাবলিকেশন সাবমিশন প্রসেস, কিভাবে সফল টেক উদ্দ্যোক্তা হওয়া যায় এবং ডেভেলপারদের জন্যে ওয়ার্ডপ্রেস।

সেমিনারগুলো পরিচালনা করবেন থিম বাকেট এর কো-ফাউন্ডার ও হেড অব আইডিয়াস হাসিন হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ ফায়সাল হাসান, জুম সোপারের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ প্রমুখ।

তথ্যপ্রযুক্তি বিকাশের এই সময়ে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রয়োজন বেড়ে চলেছে দক্ষ জনবলের। এই দক্ষ জনবল তৈরীর প্রচেষ্টাকে বেগবান করতেই ফোরামের এই আয়োজন।

Exit mobile version