টেক-বিনোদন

চলচ্চিত্র ‘কে তাহারে চিনতে পারে’ এর টিজার প্রকাশ

By Sajia Afrin

December 01, 2024

আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসেন। তিনি বাংলাদেশের আধুনিক আলোকচিত্রশিল্পের পুরোধা। তাঁর সিনেমাটোগ্রাফির মধ্য দিয়েই বাংলাদেশের চলচ্চিত্র এক নবতর চিত্রভাষা অর্জন করে। যা বিশে^ বাংলাদেশের চলচ্চিত্রকে পরিচিতি ও ¯^ীকৃতি অর্জনে সক্ষম করে তোলে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আনোয়ার হোসেনের ক্যামেরায় মূর্ত হয়ে আছে। যা যুদ্ধদিনের দলিল হিসেবে আইকনিক মহিমায় উজ্জ্বল। বাংলাদেশের আলোকচিত্র ও সিনেমাটোগ্রাফি তথা দৃশ্যশিল্পের কীর্তিমান শিল্পী আনোয়ার হোসেনের জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কে তাহারে চিনতে পারে’। চলচ্চিত্রটি নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা, লেখক ও চলচ্চিত্র সংগঠক বেলায়াত হোসেন মামুন।

আজ ১ ডিসেম্বর আলোকচিত্রশিল্পী ও সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনের ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে চলচ্চিত্রটির টিজার প্রকাশ করা হয়েছে। ছবির টিজারটি প্রযোজনা প্রতিষ্ঠান আখড়া’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রদর্শিত হচ্ছে।

চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা প্রতিষ্ঠান আখড়া’র প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘কে তাহারে চিনতে পারে’ এর নির্মাণকাজ শুরু হয় ২০১৫ সালে। ২০১৮ সাল পর্যন্ত চলচ্চিত্রটির বিভিন্ন পর্যায়ের দৃশ্যধারণ করা হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর আলোকচিত্রশিল্পী ও সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনের আকস্মিক প্রয়াণে ছবিটির নির্মাণ কাজ কিছু সময়ের জন্য থেমে যায়।

চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন বলেন, ‘ছবিটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যে ছবিটি প্রদর্শনীর জন্য প্রস্তুত হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আনোয়ার হোসেনের জীবনদর্শন, ¯^প্ন এবং শিল্পদৃষ্টি এই চলচ্চিত্রে খুঁজে পাওয়া যাবে। আনোয়ার হোসেনের কীর্তি ও স্মৃতির প্রামাণ্যকরণের অভিপ্রায়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘কে তাহারে চিনতে পারে।’