দেশ

চলছে বেসিস নির্বাচন

By Baadshah

March 31, 2018

দেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০১৮-২০২০ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ৩১ মার্চ, শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ডিবিবিএল ভবনের বেসিস কার্যালয়ে এ ভোট গ্রহণ শুরু হয়৷ ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নির্বাচনের ভোট চলছে। ভোটে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

বেসিস নির্বাচন বোর্ডটি তিন সদস্য বিশিষ্ট। এবারের নির্বাচন বোর্ডের প্রধান বেসিসের সাবেক সভাপতি এস এম কামাল। নির্বাচন প্যানেলে তিন সদস্যের আপিল বোর্ড রয়েছে। আর নির্বাচন পরিচালনায় বেসিসের ২০ সদস্য যুক্ত রয়েছেন।

বেসিসের ৯ সদস্যের পর্ষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। ৯ জন করে দুই প্যানেলে ১৮ জন, এক প্যানেলে ৮ জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন বোর্ড ১২ মার্চ বৈধ তালিকা ও ১৭ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। বেসিস সাধারণ সদস্যদের মধ্যে ভোটার রয়েছেন ৪৭৪ জন। আর অ্যাসোসিয়েট সদস্যদের মধ্যে ভোটার রয়েছেন ২১৪ জন