ফিচার

চলুন জেনে আসি লজিস্টিক সফটওয়্যার/পোর্টাল কি

By Baadshah

October 24, 2019

Logita (লজিটা) সফটওয়্যার শপ লিমিটেড (এস,এস,এল ওয়ারলেস) কর্তৃক ডেভেলপকৃত একটি অত্যাধুনিক লজিস্টিক সফটওয়্যার। এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে একটি লজিস্টিক সার্ভিস প্রদানকারী কোম্পানি সহজেই তাদের দৈনন্দিন কার্যক্রম, যেমন- পন্য পিকআপ, ডেলিভারী, ট্রাকিং, যানবাহন, কেন্দ্র পরিচালনা ইত্যাদি করতে পারে। Logita একটি পূর্ণাঙ্গ টেকনিকাল সমাধান (সফটওয়্যার/পোর্টাল) যা ওয়েব এবং মোবাইল দুই মাধ্যম থেকেই ব্যবহার করা যায়। এটি ব্যবহার করলে সনাতন পদ্ধতির হাতে লেখা লেজারবুক সংরক্ষনের প্রয়োজন হয়না এবং মেনুয়াল হিসাব-নিকাশের ঝামেলাও থাকেনা। প্রতিটি পন্যের পিকআপ, রিসিভ, সংগ্রহ, সংরক্ষণ থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রতিটি পর্যায় ধাপে ধাপে ট্রাকিং করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে। অর্ডার ও সার্ভিসের মূল্য নির্ধারন, পেমেন্ট সংগ্রহ এখন অনেক সহজ ও যুগোপযোগী। সফটওয়্যারটির মোবাইল অ্যাপ সংস্করনের মাধ্যমে ডেলিভারীম্যান বা রাইডারের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা এবং রাইডার ও পন্য কোন অবস্থায় ও অবস্থানে আছে তা সহযেই অনুসরন করা যায়। এর ফলে পন্য খোয়া যাওয়া, পেমেন্ট ও বিলের পরিমানের গরমিল বন্ধ করা যায়। প্রাপক নিজেও এই সফটওয়্যারের ওয়েব বা মোবাইল ভার্সন ব্যবহার করে তার পন্যের অবস্থা পর্যবেক্ষন করতে পারেন। Logita’র বিশেষ কিছু ফিচার ও ব্যবহারোপযোগীতাঃ

১. ক্যাটেগরি অনুসারে পন্য ব্যবস্থাপনা ও পরিচালনা

২. মার্চেন্ট ব্যবস্থাপনা ও পরিচালনা (মার্চেন্ট ম্যানেজমেন্ট)

৩. ডেলিভারী যানবাহনের ধরন নির্ধারন ও যানবাহন ব্যবস্থাপনা

৪. ডেলিভারীম্যান/রাইডার/ড্রাইভার নিয়োগ ও ব্যবস্থাপনা

৫. কেন্দ্র (হাব) ব্যবস্থাপনা ও পরিচালনা

৬. ব্যবহারকারী ব্যবস্থাপনা (ইউজার ম্যানেজমেন্ট)

৭. ঠিকানা/অবস্থান যোগ, পরিমার্জন ও ব্যবস্থাপনা

৮. মূল্য, মূল্যহ্রাস, মূল্যহ্রাসের হার, মূল্য পরিশোধের মাধ্যম নির্ধারন ও ব্যবস্থাপনা

১০. পিকআপের সময় নির্ধারন, বাছাই ও ব্যবস্থাপনা

১১. মার্চেন্ট অ্যাডমিন কর্তৃক অর্ডার এন্ট্রি ও ব্যবস্থাপনা

১২. একসাথে একাধিক (বাল্ক) অর্ডার প্লেস করা

১৩. হাব ব্যবস্থাপক কর্তৃক অর্ডার ব্যবস্থাপনা

১৪. চালান, পিকআপ, ডেলিভারী, অন্তর্মুখী এবং বহির্গামী পন্য ব্যবস্থাপনা

১৫. ফেরত আসা পন্য ও ইনভেন্টরি ব্যবস্থাপনা

১৬. গুদাম (ওয়ারহাউস) ব্যবস্থাপনা

১৭. ট্রিপ ম্যানেজমেন্ট

১৮. বিল, পেমেন্ট ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনা