প্রযুক্তি খবর

চাবির কাজ চলবে আইফোনেই !

By Baadshah

May 29, 2018

ভবিষ্যতে বাসা থেকে বের হওয়ার সময় ফোনের সঙ্গে চাবি নেওয়ার কথা ভুলে গেলেও আর কোনো সমস্যা নেই। কারন আইফোন দিয়ে এখন বাড়ি বা গাড়ির দরজাও খোলা যাবে। মালিকের পরিচয় শনাক্ত করে তবেই দরজা খোলার কাজটি করবে আইফোন। সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, আইফোনে থাকা নিয়ার ফিল্ড কমিউনিকেশনের (এনএফসি) চিপের কাজের পরিধি আরও বৃদ্ধি করছে অ্যাপল।

এনএফসির মাধ্যমে সহজেই ব্লুটুথ ডিভাইস পেয়ার করা, টিকেট চেকের সময় টাচ করেই টিকেট দেখানো, হোটেলে রুম বুক করলে রুমের চাবি হিসেবে ফোন ব্যবহারের মত নানাবিধ কাজ করা সম্ভব। বর্তমানে অর্থ লেনদেনে ব্যবহৃত আইপে সেবাটি এনএফসি চিপের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। অ্যাপল ২০১২ সাল থেকেই এ প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। এতে তাদেরকে সহায়তা করছে এইচ আইচআইডি গ্লোবাল নামে এক সিকিউরিটি কোম্পানি। আগামী মাসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডাব্লুডাব্লুডিসি) এনএফসি চিপের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা দিতে পারে অ্যাপল। তখনই আইফোনের মাধ্যমে দরজা খোলার প্রযুক্তিটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।