TechJano

চার ক্যামেরা আর বিশাল ব্যাটারির ভিভো ভি১৭

শীঘ্রই উন্মোচন হবে ভিভো ভি১৭। সম্প্রতি চীনেরএক সার্টিফিকেশন ওয়েবসাইটে ভিভো ভি১৭ ফোনের স্পেসিফকেশন সামনে এসেছে। ভি১৯৪৫এ আর ভি১৯৪৫টি মডেল নম্বরে টেনা ওয়েবসাইটে দুটি নতুন স্মার্টফোন সামনে এসেছে।

টেনা ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে ৬.৩৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে একটি অক্টা-কোর প্রসেসর থাকছে। সাথে থাকবে ৮জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ।

ভিভো ভি১৭ ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় পিক্সেল বাইন্ডিং প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতেও একই প্রযুক্তি ব্যবহার হবে। সাথে থাকবে একটি ৮ মেগাপিক্সেল আর ২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিভো ভি১৭ ফোনের ভিতরে থাকবে একটি ৪,৩৯০ এমএএইচ ব্যাটারি।

Exit mobile version