প্রযুক্তি স্বাস্থ্য

চালকদের জন্য উবারের বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচি

By Editor

July 30, 2019

বিশ্বের সবচেয়ে বড় অন-ডিম্যান্ড রাইড শেয়ারিং কোম্পানী উবার ঢাকায় চালকদের জন্য সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা কর্মসূচির আয়োজন করেছে। এ কর্মসূচির আওতায় আনুমানিক ১০০০ জন চালকদের এই সেবা দেওয়া হবে। বাংলাদেশে চলমান উবারের মাসব্যাপী নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে চালকরা এই সেবা পাবেন, যা উবারের #সেফটিঅ্যাটহার্ট প্রতিশ্রুতির পুনরাবৃত্তি।

ব্র্যাকের গবেষণা অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ চালক দৃষ্টিশক্তির সমস্যায় ভোগেন এবং তাদের মধ্যে থেকে হাতেগোণা মাত্র কয়েকজন সঠিক চিকিৎসা পান। বেসরকারি সমাজকল্যাণ সংস্থা ভিশন এইড ফাউন্ডেশনের সহায়তায় উত্তরায় উবারের গ্রিনলাইট সেন্টারে সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা কর্মসূচির কার্যক্রম চলবে।

উবার বাংলাদেশের লিড জুলকার কাজী ইসলাম বলেন, “নিরাপদ ড্রাইভিংয়ের জন্য ভালো দৃষ্টিশক্তি বাধ্যতামূলক এবং আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী চালকদের কাছে চক্ষু পরীক্ষা সেবা আরও সহজে পৌঁছে দিতে পারবো। উবার সবসময় নিরাপত্তার দিকটি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে এবং আমাদের চালকদের জন্য সড়ক নিরাপত্তার বিষয়টি আরও ভালোভাবে নিশ্চিত করার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

ভিশন এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌফিক মহিউদ্দিন বলেন, “নিরাপদ ড্রাইভিংয়ের জন্য ভালো থাকা মৌলিক বিষয় এবং এর অভাবে খুব খারাপ পরিণতি হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এই বিষয়ে উবারকে সহযোগিতা করতে পেরে আনন্দিত।”

উবারের মাসব্যাপী রোড সেফটি ক্যাম্পেইনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। রোড সেফটি বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি এবং যাত্রী ও চালক যেন সড়ক নিরাপত্তার বিষয়গুলো সবচেয়ে ভালোভাবে অনুশীলন করে সেই লক্ষ্যেই এই ক্যাম্পেইনের পরিকল্পনা করা হয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন উবারের নিউজরুম. উবার সম্পর্কিত তথ্য

সচলতার মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি করাই উবারের লক্ষ্য। আপনি কীভাবে বাটনের এক চাপে যাতায়াতের জন্য একটি গাড়ি পেতে পারেন? এ সমস্যার সমাধান খুঁজতে আমাদের শুরুটা হয় ২০১০ সালে। ১০ বিলিয়নেরও বেশি ট্রিপ সম্পন্ন করার পর, এখন আমরা সেসব সার্ভিস তৈরির প্রচেষ্টায় নিয়োজিত যেগুলো একজন ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শহরের যাতায়াত ব্যবস্থা, খাদ্য এবং জিনিসপত্র আনা-নেওয়ার পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে উবার সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছে।