এডিটরের বাছাই

চালডাল নিয়ে মজার গল্প

By Baadshah

February 02, 2018

বিবাহিত জীবনে সংসারের বাজার করা একটি দুরূহ কাজ কারন ব্যস্ত জীবন। এই মাসিক বাজারের জন্য স্বামী-স্ত্রী’র মধ্যে খুনশুটি হয় না এমন দম্পতি কমই পাওয়া যাবে। আমি একটি অলস প্রকৃতির লোক। মাস শেষ হলেই শুরু হয় বাজার তো শেষ আজই লাগবে। যাইহোক, কিছুদিন আগে chaldal.com-এর জিয়া ভাইয়ের সাথে কথা হয়। জানতে চাইলাম অনলাইনে মাসিক বাজার ওর্ডার দিলে পৌছাতে কত দিন লাগবে। তিনি বললেন আগেতো দেন, আপনি দিলে ডিসকাউন্ট ও দেবো। যাইহোক তখন থেকে মন স্থির করলাম এবং সেখান থেকেই হোম মিনিস্টারকে ফোন করে বললাম এইবার মাসিক বাজার হবে chaldal.com থেকে। গতকাল বৃহস্পতিবার রাতে বাসায় ফিরে হোম মিনিস্টারকে বললাম চলো অনলাইনে বসি বাজার করবো। রাতে খাবার শেষ করে আরাম আয়েস করে বিছানায় বসে ল্যাপটপটা অন করলাম। তখন রাত প্রায় সাড়ে ১২ টা। দুজন মিলে শুরু করলাম মাসিক সাংসারিক বাজার। ঘরে বসে বাজার করার অনুভুতিটা ভালোই লাগছিল দুজনেরই। কিছুক্ষণ পর আমার মেয়ে জারতাজও আমাদের সাথে যুক্ত হলো। তারও নাকি বেশ কিছু জিনিস লাগবে। তিনজনে মিলে বাসায় বসে রাত তখন প্রায় ১ বাজে বাজার করছি। chaldal.com-এ সাইটে ঘুড়ছি, অফার দেখছি আর মনের আনন্দে তিনজন মিলে মাঝরাতে আটা, ময়দা, তেল, গুঁড়াসাবান, পিয়াজঁ, আদা, রসুন, চাম্পাকলাসহ কতকি কিনছি। বিল আসলো প্রায় সাড়েসাত হাজার টাকার মতো। প্রথম তো তাই ক্যাশ অনডেলিভারি ওয়াডার দিলাম। ওয়াডার সাবমিটের পর জানালো সকাল ১১.৩০ থেকে ৪.৩০-এর মধ্যেই তোমার ঠিকানায় বাজার পৌছানো হবে। আরাম করে রাত ১.৩০টায় বাজার শেষ করে সবাই মিলে ঘুমাতে গেলাম। সকাল হলেই শুক্রবার। তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠে নাস্তা করলাম। জুম্মার নামাজের জন্য প্রস্তুত হলাম। নামাজ শেষে বাসায় ফিরে দুপুরের খাবার শেষে করলাম। ৪ টার দিকে অফিসে যাবো। তাই ওয়াশ রুমে গেলাম। কিন্তু মনে মনে সন্দেহ হচ্ছে chaldal.com কি ঠিকমত বাজার পৌছাবে। ওমা, ওয়াশ রুম থেকে ফিরে দেখি অনেকগুলো মিস কল। কল করলাম সাথে সাথে, অপর সাইড থেকে বলল, স্যার আমি chaldal.com থেকে এসেছি, আমি স্যার আপনার বাসার নিচে। আমি বললাম সিকিউরিটিকে বলেন অনু ভাইয়ের ফ্ল্যাটে যাবো। দুইজন chaldal.com-এর প্রতিনিধি সমস্ত বাজার নিয়ে হাজির। আমার হোম মিনিস্টারকে দায়িত্ব দিলাম বুঝে নেওয়ার জন্য। সমস্ত কিছু বুঝে পেলাম ওয়াডার অনুযায়ী। সত্যিই ই-কমার্স জীবনকে কত সহজ করে দিচ্ছে, ভাবতেই অবাক লাগছে।

ধন্যবাদ chaldal.comকে, সাথে জিয়া ও ওমর ভাইকে। পোস্টটি লিখেছেন আবদুল হক অনু।