TechJano

চালু হলো বিদেশ জবস

বিদেশে চাকরি খোঁজার সুবিধা নিয়ে চালু হয়েছে চাকরির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ বিদেশ জবস। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে নতুন অ্যাপ ও সাইটের উদ্বোধন করে বিডিজবস কর্তৃপক্ষ।

বিডিজবস ও জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান আইওএমের যৌথ উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেইনিংয়ের তত্ত্বাবধানে ওয়েবসাইট ও অ্যাপটি তৈরি হয়েছে।

বিডিজবস কর্তৃপক্ষ জানায়, বিদেশগামী কর্মীরা সঠিক তথ্যের অভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার মুখোমুখি হন। বিদেশ জবস শুধু সরকার কর্তৃক অনুমোদিত রিক্রুটিং এজেন্টদের দেওয়া বিদেশে চাকরির বিজ্ঞাপনগুলো প্রকাশ করবে। চাকরিপ্রার্থীদের আবেদনপত্রগুলো সরাসরি মূল রিক্রুটিং এজেন্টদের কাছে চলে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, বিদেশে চাকরিপ্রার্থীদের প্রতারণার ঠেকাতে এ উদ্যোগ। এর ঠিকানা (bdesh.bdjobs.com)।

Exit mobile version