প্রযুক্তি খবর

চীনের আকাশে উঠবে কৃত্রিম চাঁদ!

By Baadshah

November 04, 2018

অমাবস্যা বা পূর্ণিমা যা-ই হোক না কেন, চাঁদের আলোতে রাতের অন্ধকার দূর করতে চায় চীন। এ জন্য মহাশূন্যে বিশেষ প্রযুক্তির স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা এঁটেছে চীন। ‘ইলুমিনেশন স্যাটেলাইট’ নামের স্যাটেলাইটটি কাজে লাগিয়ে ১০ থেকে ৮০ কিলোমিটার এলাকা সাধারণ চাঁদের তুলনায় প্রায় আট গুণ বেশি আলোকিত করা সম্ভব।

তবে দিনের আলোর মতো নয়, অনেকটা গোধূলির মতো আলো দেবে কৃত্রিম চাঁদটি। সব কিছু ঠিক থাকলে ২০২০ সালের মধ্যে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংদু শহরের আকাশে দেখা মিলবে কৃত্রিম চাঁদটির। পরিকল্পনার কথা জানান দিলেও এ বিষয়ে কারিগরি কোনো তথ্য প্রকাশ করেননি চেংদু অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রো ইলেকট্রনিকস সিস্টেম রিসার্চ ইনস্টিটিউশনের চেয়ারম্যান উ চ্যাংফেন্ড।

সূত্র : ডেইলি মেইল