দেশের সর্ববৃহৎ টেকনোলজি এক্সপো বেসিস সফ্টএক্সপো অনুষ্ঠিত হচ্ছে আইসিসিবি তে | এই আসরের অন্যতম আকর্ষণ বিটুবি ম্যাচমেকিং, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান গুলো বেসিস কমিটির তত্ত্বাবধানে সঠিক ও মানসম্পন্ন আইটি কোম্পানির প্রোডাক্ট দেখে নিতে পারে | ৩০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান প্রায় ১০টি সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে |
বিটুবি সেশনটি তত্ত্বাবধান করেন বেসিস মেম্বার কোম্পানি ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের কর্ণধার রাশেদ কামাল | ব্যবসায়ীদের স্হানীয় সফটওয়্যার পণ্যে উদ্ভূদ্ধ করার জন্য বেসিস মেম্বারদের মাধ্যমে ২০% ছাড় ও ডিজিটাল রেডিনেস পুরস্কারের ব্যবস্থা করে |
এরই ফলশ্রুতিতে দেশের সব চাইতে জনপ্রিয় সফটওয়্যার প্রিজম ইআরপি বাছাই করে দীর্ঘ বছরের ব্যবসায়িক প্রতিষ্ঠান রাজা মেটাল ইন্ডাট্রিজ | রাজা মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম রাজা ও ডিভাইন আইটি লিমিটেডের সিইও ইকবাল রাসেল স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন | চুক্তিটি বেসিস সদস্যদের উপস্তিতিতে সম্পাদিত হয় সফ্টএক্সপোর ডিভাইন আইটি লিমিটেড মেলা প্রাঙ্গনে | প্রিজম ইআরপি সম্পর্কে বিস্তারিত জানতে এই ঠিকানা ব্যবহার করুন : https://www.prismerp.net