TechJano

চেহারা শনাক্ত করবে ফেসবুকের ডিভাইস পোর্টাল

বাসায় থাকা ব্যবহারকারীদেরকেও দেখতে পারবে ও তাদের কথা শুনতে পারবে এমন এক ডিভাইস বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক। ‘পোর্টাল’ নামের এই ডিভাইসে থাকবে একটি ক্যামেরা আর ডিভাইসটি ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর চেহারা শনাক্ত করতে পারবে। এর মাধ্যমে এটি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারবে ও তাদের লগইন তথ্য দেওয়া ছাড়াই তাদেরকে অ্যাকাউন্ট লগইন করার সুবিধা দেবে।
এতে একটি ১৫ ইঞ্চি টাচস্ক্রিন রাখা হবে আর থাকবে বিভিন্ন ধরনের মাইক্রোফোন। বর্তমানে ডিভাইসটি নির্মাণাধীন অবস্থায় আছে। চলতি বছর মে মাসে অনুষ্ঠিতব্য ফেসবুকের ডেভেলপার সম্মেলনে এটির ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুকের গোপন হার্ডওয়্যার বিভাগ ‘বিল্ডিং ৮’ এই ডিভাইস বানাচ্ছে। এটি মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের কণ্ঠ নিয়ন্ত্রিত স্পিকার ইকো’র সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version