অ্যাপ রিভিউ

চ্যাট করা যাবে ইউটিউবেও

By Baadshah

May 26, 2018

গুগলের মালিকানাধীন এই জনপ্রিয় ভিডিও কন্টেন্ট শেয়ারিং ইউটিউব এখন থেকে বন্ধু বা পরিচিত জনদের কাছে বার্তা বা ভিডিও শেয়ার করা যাবে তার পাশাপাশি শেয়ারকৃত ভিডিও নিয়ে চ্যাট করা যাবে। ব্যবহারকারীরা চাইলে ওয়েবপেইজটিতে থেকেই বিভিন্ন ভিডিওর লিঙ্ক আদান প্রদান করতে পারবেন।ফিচারটি ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদেরকে ইউটিউব হোম পেইজের ডানদিকে থাকা চ্যাট আইকনে ক্লিক করতে হবে। এতে কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের ইনবক্সে লিঙ্ক দিয়ে ভিডিও পাঠানো যাবে।

এছাড়াও, ভিডিওর নিচে থাকা শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি যাকে পাঠাতে চান তার নামটির ওপরে ক্লিক করেও তাকে ইনবক্স করা যাবে।নতুন ফিচারে নিজের পছন্দের ভিডিওতে হার্ট চিহ্ন দিয়ে লাইক দেওয়ারও অপশন আছে। ফিচারটি আপাতত শুধু ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত করা হয়েছে।

আগে বন্ধুদের সঙ্গে ইউটিউবের ভিডিও লিঙ্ক শেয়ার করতে অন্যান্য সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে হতো। কিন্তু এখন সরাসরি ইউটিউবেই চ্যাট করার সুবিধা যুক্ত হওয়ায় ভিডিও দেখতে দেখতেই সেটি নিয়ে আলোচনা করা যাবে।