টেক-বিনোদন

ছবি তোলার সুবিধা গুগল ভিডিও কলিং অ্যাপে

By Baadshah

April 23, 2020

করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষ হোম কোয়ারেন্টিনে বন্দি জীবন যাপন করছে। অফিস-আদালতের সব কাজ হচ্ছে ঘরে বসেই। আর তাইতো গ্রুপ ভিডিও কলিং অ্যাপের প্রয়োজনীয়তা বেড়েছে। এসব অ্যাপের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে জুম। এরপরই আছে গুগলের ডুও ভিডিও কলিং অ্যাপটি।

গুগলের জিমইল অ্যাকাউন্ট থাকলেই এই অ্যাপ ব্যবহারের সুযোগ আছে। অ্যাপটি ব্যবহারে স্টিল ইমেজ ক্যাপচার করা যায়। জেনে নিন কীভাবে গুগল ডুও অ্যাপে ভিডিও কলিংয়ের সময় স্টিল ছবি তুলবেন।

গুগলের ডুও অ্যাপ ব্যবহার বাড়ার কারণে গুগল সম্প্রতি অ্যাপটি আপডেট করেছে। নতুন আপডেটে বেশ কিছু ফিচার এসেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে লো ব্যান্ড উইথেও ভালো মানের ভিডিও কলিং সুবিধা। এছাড়াও ভিডিও কল চলাকালে স্ক্রিন ক্যাপচার করে রাখার সুযোগ। এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে গুগল এই তথ্য জানিয়েছে।