TechJano

জনপ্রিয় খাদ্য সরবরাহের অনলাইন ‘ইলাডটমি’ কিনল আলিবাবা

চীনের সবচেয়ে জনপ্রিয় খাবার সরবরাহের অনলাইন ইলাডটমি কিনতে সাড়ে নয়শ’ কোটি ডলার খরচ করছে আলিবাবা। আলিবাবা চায়, ইলাডটমির পুরো মালিকানা তাদের হাতে চলে আসুক। আলিবাবা তাদের এক বিবৃতিতে জানিয়েছে, তারা এবং তাদের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান অ্যান্ট ফিন্যান্সিয়াল বর্তমানে প্রতিষ্ঠানটির ৪৩ শতাংশ শেয়ারের মালিক।

আলিবাবা গ্র“পের সিইও ড্যানিয়েল জাং বলেন, ইলাডটমি কেনার মধ্য দিয়ে আলিবাবার অবকাঠামো আরও উন্নত করতে এবং বৈচিত্র্যময় ব্যবসাগুলোর সঙ্গে নতুন করে স্বয়ংসম্পূর্ণতা খুঁজে পেতে এমন উদ্যোগ নতুন গতি জোগাতে পারে।

অনলাইন ব্যবহার করে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটির প্রধান গুণ হল, এর খাবার পৌঁছে দেয়ার গতি। চীনের বেশিরভাগ শহরে খুব দ্রুততার সঙ্গে খাবার পৌঁছে দেয়ার সুনাম রয়েছে ইলাডটমির।

ইলাডটমি তাদের আগের সার্ভিসই দিয়ে যাবে নিজেদের ব্র্যান্ড নামে। তবে নতুন করে কিছু সার্ভিস আলিবাবার সঙ্গে যুক্ত করতে শুরু করবে। এটি পর্যায়ক্রমে যুক্ত হতে থাকবে বলে জানান প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ঝাং জুহোও। তথ্যসূত্র:টেকশহর

Exit mobile version