ইভেন্ট

জমকালো আয়োজনে শেষ লেডি ক্যাপ্টেন কাপ গলফটুর্নামেন্ট ২০১৮

By Baadshah

October 31, 2018

কুর্মিটোলা গলফ কোর্সে তিনদিনের র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড লেডি ক্যাপ্টেন কাপ গলফের সমাপনী ও পুরস্কার বিতরণ হলো শুক্রবার। জমকালো এই আয়োজন অনুষ্ঠিত হয় কুর্মিটোলা গলফ ক্লাবে।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী।

এই অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল এনায়েতউল্ল্যাহ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, লেডি ক্যাপ্টেন মিসেস মাহমুদা চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজাখান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওবাইদুল হক (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার (গলফ অপারেশন) লেঃ কর্নেল আবদুল বারি (অব.), র‌্যানকন রিয়েল এস্টেট ডিভিশনের ডিরেক্টর মাশিদ রহমানসহ ওই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সপরিবারে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের বিজয়ী গলফাররা হলেন- উইনার মেজর মোহাম্মদ আরমান আলী ভূঁইয়া (অব.), রানার-আপ মইন ইমরান চৌধুরী এবং লেডিস উইনার মিসেস শাহনাজ মির্জা।

তিনদিনের এই টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ ও মহিলাসহ ৬ শতাধিক গলফার অংশ নেন। সঙ্গীত শিল্পী শাওন গানওয়ালা ও তাদের ব্যান্ডের পরিবেশনা ও আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে পর্দা নামে র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড লেডি ক্যাপ্টেন গলফ টুর্নামেন্টের।