ক্যারিয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল জানবেন যেভাবে

By Baadshah

September 06, 2018

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে। পরীক্ষায় গড় পাসের হার ৮৩.৫০ শতাংশ। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত ফল বিকেল ৫ টা থেকে এসএমএস এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>H4<space> Roll No লিখে 16222 নম্বরে Send করে এবং সন্ধ্যা ৭ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।

এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৫৪৯টি কলেজের ১ লাখ ৩৩ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, পরীক্ষার্থীদের ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ আগামী নয় সেপ্টেম্বর বিকেল ৫টায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।