আমাদের জানার আগ্রহের শেষ নেই । তাই সবকিছুই জানতে ইচ্ছে হয় । আর সেই জানার আগ্রহটাকে গুগল মামা অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে । আর সোশাল ব্লেড (social blade) এমনই আর একটি সাইটে যেখান থেকেও আমাদের জানার আগ্রহ মিটতে পারে । ধরুন আপনি টুইটার/ ইউটুবে শীর্ষে থাকা সেলিব্রেটিদের আয় কত তা জানতে চান /কে কে শীর্ষে আছে তা দিখতে চান ? কিভাবে জানবে ? অবশ্যই গুগল মামার মাধ্যমে । হ্যাঁ , ঠিক তাই কিন্তু গুগলে গিয়ে সার্চ দিতে হবে www.socialblade.com এখানে । এই সাইটে youtube/twitter/instagram/twitch/ dailymotion এ কে কে শীর্ষে /কে কত আয় করছে /কোন দেশের সেলিব্রেটি /কত গ্রেড /পজিশন কেমন ? সব জানতে পারবেন । হয়তো বলবেন এগুলো জেনে আমার কি লাভ সত্যিই তো । আপনার লাভটা হলো ধরুন আপনি ইউটুবে রিভিউ নিয়ে কাজ করবেন । তাহলে তো অপনাকে অবশ্যই কে কেমন ভিডিও বানিয়েছে তা জানতে হবে /দেখে ফলো করতে হবে । সেই কাজটিই সহজ করে দিয়েছে এই সাইটি । আপনি পছন্দ মতো যেকোন বিষয়ে যে কাউকে ফলো করে নিজেকে নিজের সাফল্যে পৌঁছে নিতে পারেন । তাই ঘুরে দেখে আসুন আপনার স্বপ্নের রাজ্যে কে রাজত্ব করছে ।
লেখক: তানভীর নিবিড়, ব্লগ লেখক