অ্যাপ রিভিউ

জানা গেল লিংকাসের দ্যা রোড টু ফাইনালের বিজয়ী কারা

By Baadshah

July 16, 2018

বাংলাদেশে ডিজিটাল বিনোদনের মৌলিক প্লাটফর্ম লিংকাস বিশ্বকাপ ফুটবল ২০১৮ উপলক্ষ্যে পরিচালিত ‘দ্যা রোড টু ফাইনাল’ এর বিজয়ী ঘোষণা করা হয়েছে। জুলাইয়ের গত ১০ তারিখ প্রথম সেমিফাইনাল থেকে ১৫ জুলাই ফাইনালের দিন র্পযন্ত লিংকাসের ‘দ্যা রোড টু ফাইনাল’ ক্যাম্পেইন পরিচালিত হয়। লিংকাসের অনুষ্ঠানের সঙ্গে সহযোগীতায় ছিলো পান্ডা স্পোর্টস সু এবং ফোর পয়েন্টস শেরাটন। এরই মধ্যে লিংকাস-এ লাইভ চ্যানেলে ‘রোড টু ফাইনাল’ ক্যাম্পেইনে যুক্ত হয়েছে গ্রাহকরা।  ড্র’র মাধ্যমে বিজয়ীরা পেয়েছেন আকর্ষণীয় সব পুরস্কার। এই পুরো ক্যাম্পেইনে সব মিলিয়ে ৫ লাখ টাকার আকর্ষণীয় সব পুরস্কার রাখে লিংকাস।

জুলাইয়ের ১০ তারিখে ফিফা ২০১৮ এর সেমিফাইনাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন। এদের মধ্যে মাসুদ, সালমান এবং মহিউদ্দিন প্রত্যেকে ৫০ হাজার টাকা র্যা ফেল ড্রতে জিতে নেন। এছাড়াও প্রতিদিন ৫০ জন ভাগ্যবান বিজয়ী পান্ডা স্পোর্টস শু জিতে নেন। এছাড়াও ফাইনালের দিন রাফি ১ লাখ টাকার বাম্পার পুরস্কার জিতে নেন। এছাড়াও এদিনও ৫০ জন জিতে নেন পান্ডা স্পোর্টস শু। এছাড়াও একজন ভাগ্যবান বিজয়ী হোটেল ফোর পয়েন্টস শেরাটনে সকালের নাস্তাসহ এক রাত থাকার পুরস্কার পাবেন। এছাড়াও ৫ জন বিজয়ী বুফে ডিনারে খেতে পারবেন।

অসংখ্য তারকারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যুক্ত ছিলেন এই ক্যাম্পেইনে। সাকিব আল হাসান, তাহসান খান, অপু বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস এবং আরো অনেই সংযুক্ত ছিলেন। এছাড়াও অপু বিশ্বাস, জনপ্রয়ি চত্রিনায়ক বাপ্পী চৌধুরী এবং সাইমন ছাড়াও দেশের স্বনামধন্য ব্যান্ড ওয়ারফেজ ফাইনাল খেলার দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থতি ছলিনে জনাব ইএ লয়িাং (ম্যানেজিং ডরিক্টের, লিংকাস), জনাব চাই চুংলইে (জনোরলে ম্যানজোর, পান্ডা সুস) জনাবা কুসুমা নকৈা (জনোরলে ম্যানজোর, ফোর পয়ন্টেস বাই শরোটন)।

এছাড়াও এদিন কয়েকজন লিংকাস শিল্পী আনপ্লাগড শো উপস্থাপন করেন। যেমন, নাঈম, আবিদ অমি, তিনা, শৈলী এবং অন্যরা।

এই অফারে অংশ নিতে ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে লিংকাস (Linkus) অ্যাপ অথবা অ্যাপেল অ্যাপ স্টোর https://bit.ly/Linkus_RoadToFinal.ডাউনলোড করে। গত ১০ জুলাই মঙ্গলবার, ১১ জুলাই বুধবার, ১৪ জুলাই শনিবার এবং এবং ১৫ জুলাই সোমবার সন্ধ্যা ৬টা থেকে বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়া র্পযন্ত অ্যাপে চলে, ‘রোড টু ফাইনাল’ শো। চূড়ান্ত পর্যায়ে ‘রোড টু ফাইনাল’ শো শেষে লংিকাস আইডি এবং নাম জানা যায়।

লিংকাস এর ফইেসবুক ফ্যানপজেে এ নয়িমতি উইর্নাসদরে নাম প্রকাশ করা হয় । লিংকাস সফল ভাবে তাদরে এই অনলাইন ক্যাম্পইেন শষে করে এবং সইে সাথে ঘোষণা দনে আগামীতে আরো এক্সসাইটিং সব ক্যাম্পইেন নয়িে আসছনে তারা ।

এই সর্ম্পকে আরো জানতে গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর https://bit.ly/Linkus_RoadToFinal.থেকে ডাউনলোড করলে জানা যাবে।