TechJano

জাপানের ফুজিৎসু দেশে আইটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করবে

বাংলাদেশে আইটি বিশ্ববিদ্যালয় নির্মাণের পদক্ষেপ নিয়েছে জাপানের বহুজাতিক প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ফুজিৎসু। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক ভার্চুয়াল বৈঠকে এই বিশ্ববিদ্যালয় নির্মাণের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

বাংলাদেশ জাপান যৌথ উদ্যোগে এই আইটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিশ্ববিদ্যালয় নির্মাণ হবে।

আইটি বিশ্ববিদ্যালয় নির্মাণের পদক্ষেপ নেয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ সময় ফুজিৎসু , বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশে জাপানী দূতাবাসকে ধন্যবাদ জানান।

এ সময়ে তিনি বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।
Exit mobile version