ক্যারিয়ার

জাপানে স্কলারশিপ পেতে চান?

By Baadshah

May 07, 2019

জাপানে স্কলারশিপ পেতে চান? বর্তমানে প্রেক্ষাপটে আমাদের দেশের চাকরি-জটে জর্জড়িত তরুণদের জীবন। বিশ্ববিদ্যালয় পাশ করার পর আমাদের চাকরির জন্য যে সময়টুকু ব্যয় হয়, তা কর্মক্ষম সময় থেকে দুই-তিন বছর অনায়াসে খেয়ে ফেলে। তাই এই তরুণদের সময়টুকু নিজেদের পেশাদারিত্বের দক্ষতায় উচ্চশিক্ষা গ্রহণ হতে পারে অনবদ্য সংস্করণ।

আর সেই সুযোগ করে দিচ্ছে, জাপান সরকার। বাংলাদেশে জাপান দূতাবাসের মাধ্যমে ‘মনোবসু’ বৃত্তির জন্য আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে, চলবে ২২ মে পর্যন্ত।

যাদের জন্ম ১৯৮৫ সালের পরে তারা, জাপানে পিএইচডি, মাস্টার্স করার জন্য ‘রিসার্স স্টুডেন্ট হিসেবে’ আবেদন করতে পারবেন।

আর যাদের জন্ম, ১৯৯৫ সালের পর তারা এখানে এসে স্নাতক ও ক্যারিগরি শিক্ষা গ্রহণ করতে পারেন।

ব্যানবেইস সাইট থেকে আবেদন করা যাবে।