TechJano

জাপান-বাংলাদেশ রোবোটিক্স ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মাঝে সমঝোতা চুক্তি

জাপান-বাংলাদেশ রোবোটিক্স ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মাঝে সমঝোতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত রবিবার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারী এবং জাপান বাংলাদেশ রোবোটিক্স রিসার্চ সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন উক্ত রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ফারহান ফেরদৌস তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ওই সময় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ নারায়ন বৈদ্য, রেজিস্টার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি কন্ট্রোলার মকসুদুর রহমান চৌধুর্‌, কম্পিউটার সায়েন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নূরুল আফসার, কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সালাউদ্দিন চৌধুর্‌ সহকারী অধ্যাপক ফেরদৌস আরা, প্রভাষক আব্দুল ওয়াহাব প্রমুখ উপস্থিত ছিলেন সমঝোতা স্মারক এর ফলে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও জাপান-বাংলাদেশ রোবোটিক্স একাডেমিক এক্সচেঞ্জের মাধ্যমে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা বিভিন্ন ট্রেনিং এবং যৌথভাবে বিভিন্ন সেমিনার আয়োজন করতে পারবে উক্ত অনুষ্ঠানে জাপান-বাংলাদেশ রোবোটিক্স এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ফারহান ফেরদৌস বলেন যে, সমঝোতা চুক্তির মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মাঝে প্রযুক্তির বিকাশ ঘটবে এবং তিনি আশাবাদী তার প্রতিষ্ঠান দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে সক্ষম হবে তিনি আরোও বলেন যে, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশকে সক্ষম করে তুলতে জাপান-বাংলাদেশ রোবোটিক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই সমঝোতা চুক্তির মধ্য দিয়ে তারা উভয়েই লাভবান হবেন বলে তিনি আশাবাদী।সমঝোতা স্মারক অনুষ্ঠানে উক্ত ইউনিভার্সিটির উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী বলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সাথে চট্টগ্রামে প্রথম জাপান-বাংলাদেশ রোবটিক্স অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টার সমঝোতা স্বাক্ষর হওয়ায় ছাত্র-ছাত্রীরা চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে নিজেকে গড়ে তোলার ক্ষমতা অর্জন করবে।

Exit mobile version