TechJano

জুতা বেচবে পাঠাও

সারাদেশে বাটা জুতার সরবরাহকারী হিসেবে কাজ করবে পাঠাও। দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও জুতা প্রস্তুতকারী কোম্পানি বাটার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি বাটার হেড অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী ‘পাঠাও’ বাটাকে বাংলাদেশের সর্বত্র তাদের ডেলিভারি সার্ভিস পৌঁছে দিতে সাহায্য করবে এবং ভবিষ্যতে তাদের সকল ক্যাম্পেইন এর সঙ্গে সংযুক্ত থাকবে। এই চুক্তির মেয়াদ এক বছর।
অনুষ্ঠানে বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর হেড-অফ ই-কমার্স রাজিব জাহান ফেরদৌস, কোম্পানি ম্যানেজার চিতপান কানহাসিরি, পাঠাও লিমিটেড এর সিনিওর ম্যানেজার জিয়া ইউ আহমেদ উপস্থিত ছিলেন।

Exit mobile version