প্রযুক্তি খবর

জুম শতাধিক নিরাপত্তা ফিচার আনছে

By Baadshah

July 03, 2020

গ্রাহকের নিরাপত্তা এবং গোপনতা আরও সুরক্ষিত করতে ৯০ দিনে শতাধিক নিরাপত্তা ফিচার যুক্ত করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ভিডিও কমিউনিকেশনস।

পরিকল্পনা বাস্তবায়নে ফেসবুকের সাবেক নিরাপত্তা প্রধান অ্যালেক্স স্ট্যামোসকে উপদেষ্টা করে বেশ কয়েকজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হয়েছে। গত সপ্তাহেই সেলসফোর্স ডটকমের নিরাপত্তা বিভাগের নির্বাহী কর্মকর্তা জেসন লিকে প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

তাদের তত্ত্বাবধানে চলতি মাসেই পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন।

বুধবার জুমের পক্ষ থেকে এই পরিকল্পনার কথা প্রকাশ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করা হবে। গ্রাহকের অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিতে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, সে বিষয়গুলোও এই প্রতিবেদনে প্রকাশ করা হবে।