TechJano

জুলাই-আগস্ট মাসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো বাক্কোর পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটি

গত ১৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটি প্রথম সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শহিদদের । একই সাথে স্মরণ করা হয় তাঁদের, যারা অপশক্তির মুখোমুখি হয়ে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং দৃষ্টি শক্তি হারিয়েছে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয় দেশের সেইসব সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। যাদের আত্মত্যাগ বাংলাদেশকে একটি মুক্ত, সুরক্ষিত ও বৈষম্যহীন সমাজের পথে নিয়ে গেছে।

সভায় বাক্কোর নবনির্বাচিত সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, “তথ্য প্রযুক্তির এই যুগে তথ্যপ্রযুক্তি ভিত্তিক সমৃদ্ধশালী, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সকল সদস্যদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।“

সভায় বাক্কোর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মানের এই আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দেব না। তথ্য প্রযুক্তির খাতের ভবিষ্যৎ উন্নয়নে আমরা তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।“

সভায় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

Exit mobile version