ক্যারিয়ার

জেএসসি, জেডিসির রেজাল্ট ২০১৮ সহজে জানুন

By Baadshah

December 24, 2018

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে ২৪ ডিসেম্বর। গত ১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। এবছর ২৮ হাজার ৬২৮ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে অংশ নেয়। মোট পরীক্ষার্থী ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন।

জেএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। জেএসসিতে ছাত্রের সংখ্যা নয় লাখ ৭১ হাজার ৩৩৬ জন এবং ছাত্রী ১১ লাখ ১৮ হাজার ৯৪১ জন। জেডিসিতে ছাত্রের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৪৪২ জন এবং ছাত্রী দুই লাখ ৫ হাজার ১০১ জন।

এবার বিদেশের নয়টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৬৫৯ জন শিক্ষার্থী।

অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি কিছু কিছু শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে যে সকল বোর্ড আলাদা করে ফলাফল প্রকাশ করবে তাদের ফলাফল দেখার লিঙ্ক নিচে দেওয়া হলোঃ

https://dhakaeducationboard.gov.bd/ http://www.jessoreboard.gov.bd/ JSC Result 2018 Download

জেএসসি রেজাল্ট ২০১৮ মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানার পদ্ধতিঃ যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JSC অথবা JDC

এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board

এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন। এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2018 লিখুন। এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

মোবাইলে জেএসসি, জেডিসির ও পিএসসি ফল জানার বিস্তারিত নিয়ম দেখুন

অনেকেই স্কুল থেকে জেএসসি পরীক্ষার রেজাল্ট পেয়ে থাকেন কিন্তু এই ইন্টারনেটের যুগে হাতের মোবাইল দিয়ে বা নিজের ল্যাপটপ দিয়েই পেয়ে যেতে পারেন আপনার বা আপনার পরিজনের জেএসসি পরীক্ষার ফলাফল আর রেজাল্ট ভাল হলে আনন্দ শুরু করে দিতে পারেন অনেকের আগেই। জেএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনে লক্ষ লক্ষ মানুষ একসাথে শিক্ষা বোর্ড এর ওয়েব সাইটে ঢোকার চেষ্টা করেন তাই সার্ভার মাঝে মাঝেই ডাউন হয়ে যায়। কিভাবে দেখবেন jsc রেজাল্ট 2018 এবং jdc রেজাল্ট 2018? জে এস সি ফলাফল ২০১৮ এবং জে ডি সি ফলাফল ২০১৮ প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তাদের ফলাফল জেনে নিতে পারবে। তবে বর্তমানে অনলাইনের যুগে সবাই সবকিছু দ্রুত পেতে চায়। এজন্য পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই সবাই ইন্টারনেটে তা দেখতে চায়। কিন্তু ইন্টারনেটে পরীক্ষার ফলাফল উন্মুক্ত করে দেয়া হয় দুপুর ২টার পরে। এর আগে এসএমএসের মাধ্যমে মোবাইল ফোনে রেজাল্ট দেখার অপশন‌টি উন্মুক্ত করে দেয়া হয় দুপুর ১২টার পরে। আর মার্কশিট সহ পরীক্ষার ফলাফল দেখা যায় বিকেল ৪টার পর। সুতরাং বলা যায় জেএসসি রেজাল্ট দেখা যাবে তিনটি পদ্ধতিতে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অনলাইনে

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জেএসসি ফলাফল ২০১৮, জেডিসি ফলাফল ২০১৮ দেখার নিয়ম রেজাল্ট প্রকাশিত হওয়ার দিনে দুপুর বারোটার পর থেকেই মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। সাধারণত রেজাল্ট প্রকাশের আগেই govt info মেসেজের মাধ্যমে সকলের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম জানিয়ে দেয়া হয়। তবুও পাঠকদের জন্য আমরা শেয়ার করলাম কিভাবে মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে জেএসসি রেজাল্ট দেখতে হয়। জে এস সি রেজাল্ট ২০১৮ জেএসসি পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে দেখতে প্রথমে ফোনের মেসেজ অপশনে টাইপ করতে হবে JSC এরপর একটি স্পেস দিয়ে নিজের বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর টাইপ করে স্পেস দিয়ে রোল নম্বর দিয়ে আবার স্পেস দিয়ে পরীক্ষার সাল 2018 টাইপ করে 16222 নম্বরে সেন্ড করতে হবে।

জেএসসি, জেডিসির রেজাল্ট ২০১৮ সহজে জানুন