প্রযুক্তি খবর

জেডকেটেকোর নতুন এনট্রান্স কন্ট্রোল সিস্টেম

By Baadshah

September 20, 2019

যেসব এলাকায় বেশি মানুষের যাতায়াত রয়েছে সেখানকার নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ এনট্রান্স কন্ট্রোল সিস্টেম বাজারে এনেছে চীনের বায়োমেট্রিকভিত্তিক নিরাপত্তা পণ্য ও সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান জেডকেটেকো। জেডকেটেকো এফবিএল৬০০০ প্রো হচ্ছে একক লেনের ঘূর্ণয়মান ফটক ব্যবস্থা যা সাশ্রয়ী খরচে এনট্রান্স কন্ট্রোল সিস্টেম হিসেবে ব্যবহার করা যায়। অফিস, মার্কেট, রেষ্টুরেন্ট, বিমানবন্দর এর মত প্রতিষ্ঠানে বেশি মানুষের যাতায়াত ব্যবস্থা নিরাপদ ও নিয়ন্ত্রণের জন্য এধরনের সিস্টেম ব্যবহার করা হয়। এতে পছন্দ অনুযায়ী একাধিক এনট্রান্স সিস্টেম যুক্ত করা যায়। এর বিশেষ মডিউল ডিজাইন এন্ট্রান্স কন্ট্রোলকে সহজ করে। এফবিএল৬০০০ প্রো সিরিজে গ্রাহকের পছন্দ অনুযায়ী কার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস অ্যাকসেস কন্ট্রোল রিডার দিয়ে যুক্ত করা যায়। এতে সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি দ্রুত ও নিখুঁতভাবে এন্ট্রান্স পদ্ধতি নিয়ন্ত্রণ করা যায়। এফবিএল৬০০০ প্রো লকড পজিশনে ঢুকতে বাধা দেয়। এতে যে পাশে নিরাপত্তা দিতে হয় সে পাশে ঢোকা বন্ধ হয়ে যায়। এতে বৈধ ব্যবহারকারী ফিঙ্গারপ্রিন্ট বা ফেস অ্যাকসেস ব্যবহার করে সহজে প্রবেশ করতে পারেন। জরুরি প্রয়োজনের সময় এর বাধা দেওয়ার সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ওপরের দিকে উঠে যায়। এতে কেউ আটকাবে না। এমনকি বিদ্যুৎ চলে গেলে এর সঙ্গে ক্যাপাসিটর বোর্ড যুক্ত করে তা চালু রাখা যায়। বিস্তারিত জানতে পারবেন www.zkteco.com.bd ওয়েবসাইটে।