জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের ব্যবসার বৈচিত্র্য নিয়ে আসার অংশ হিসেবে ই-কমার্স ব্যবসায় লজিস্টিকস সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে লজিনেক্স লিমিটেড নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে জেনেক্স ইনফোসিস এবং প্রাথমিকভাবে সে প্রতিষ্ঠানে সাড়ে সাত লাখ টাকার বিনিয়োগ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ব্যবসায় বৈচিত্র্য আনতে চাই জেনেক্স ইনফোসিস। এ লক্ষ্যে দ্রুত বর্ধনশীল ই-কমার্স ব্যবসায় লজিস্টিকস সেবা দেবে কোম্পানিটি। মূলত জেনেক্স ইনফোসিসের সহযোগী কোম্পানি লজিনেক্স লিমিটেডের মাধ্যমে এ সেবা দেবে কোম্পানিটি। লজিনেক্স লিমিটেড তার নেটওয়ার্কে বিভিন্ন আকার বা টাইপের ১৫ হাজারের বেশি পরিবহন রাখার লক্ষ্য নিয়েছে এবং তাদের লজিস্টিক পরিষেবা যথাযথভাবে পরিচালনার মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতিমান দ্বারা বিশ্বাসযোগ্য হওয়ার আশা করছে।
প্রাথমিকভাবে লজিনেক্স লিমিটেডের পরিশোধিত মূলধন হবে ১০ লাখ টাকা। কোম্পানিটির ৭৫ শতাংশ শেয়ারের মালিকানা থাকবে জেনেক্স ইনফোসিসের। নতুন এ ব্যবসার মাধ্যমে ২০২২ সাল থেকে শুরু করে প্রতি বছর গড়ে আনুমানিক ১৫ কোটি টাকা আয় করতে পারবে বলে জানিয়েছে জেনেক্স ইনফোসিস।
কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০৩ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৬১ কোটি এক লাখ টাকা। কোম্পানিটির মোট ১০ কোটি ৩২ লাখ ২৪ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩৪ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ১৮ দশমিক ৯৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৪৬ দশমিক শূন্য তিন শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে জেনেক্স ইনফোসিস।