জেসিআই ‘টয়োপ-২০২২’ পুরস্কার পেলেন ডাব্লিওপি ডেভেলপার এর প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান।
দেশের স্টার্টআপ ইকোসিস্টেম এবং তথ্য প্রযুক্তি ব্যবসায় অসামান্য অবদানের জন্য জেসিআই বাংলাদেশ আয়োজিত ‘টয়োপ-২০২২’ ইভেন্টে এবার এওয়ার্ড পান ডাব্লিওপি ডেভেলপার এর প্রতিষ্ঠাতা জনাব এম আসিফ রহমান।
শুক্রবার (১১ ডিসেম্বর, ২০২২) রাতে কক্সবাজারের একটি রিসোর্টে আনুষ্ঠানিকভাবে এম আসিফ রহমানকে এ সম্মাননা তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এম আসিফ রহমান একাধারে একজন সফল তথ্য প্রযুক্তি উদ্যোক্তা এবং একজন এঞ্জেল বিনিয়োগকারী যিনি কিনা ২৫ টিরও বেশি-বিদেশী স্টার্টাপ ব্যবসায় বিনিয়োগ কিংবা প্রতিষ্ঠা করেছেন।
এম আসিফ রহমানের উদ্যোক্তা জীবনের শুরু ২০০৪ সালে সফটওয়্যার তৈরীকারি প্রতিষ্ঠান এ আর কম প্রতিষ্ঠার মাধ্যমে যার কর্মপরিধি পরবর্তীতে আমেরিকাতেও বিস্তারিত হয়। এর পরবর্তী বছরগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ইনভেস্টমেন্ট শুরু করেন যার ভেতরে ফেসবুকও ছিল।
দেশীয় স্টার্টআপ প্রতিষ্টানগুলোর ভেতরে- গিকি সোস্যাল, ইজি ডট জবস, প্রোটিন মার্কেট, গ্রীন গ্রোসারি, চক পেন্সিল, এস এম ই ভাই সহ আরো অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা বিনিয়োগকারী হিসেবে কাজ করছেন। কাজ করছেন বেসিস এর কার্যকরী কমিটির উপদেষ্টা হিসেবে।
উল্লেখ্য, জেসিআই বাংলাদেশ প্রতি বছর ৪০ বছরের কম বয়সী ১০ জন অসামান্য তরুণকে সম্মাননা দিয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জেসিআই টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন (জেসিআই টয়োপ-২০২২) শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নেতাদের একটি বিশ্বব্যাপী সংগঠন যারা নিজেদের এবং বিশ্বের ইতিবাচক পরিবর্তন তৈরি করতে নিবেদিত।
জেসিআইয়ের ১০৫টি দেশে দেড় লাখের বেশি সক্রিয় সদস্য রয়েছে। ২০২০ সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জন্যসংখ্যার ৬৩ দশমিক ৭ শতাংশের বয়স ৩৫ বছরের কম।
জেসিআই বাংলাদেশ বিশ্বাস করে, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে জনগোষ্ঠীর এ অংশকে জনশক্তিতে পরিণত করা সম্ভব। তরুণদের বাণিজ্যিক উদ্যোগ নিতে উৎসাহ যোগাতেই জেসিআইয়ের এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন।