অ্যাপ রিভিউ

ঝাপসা ছবি সুন্দর করবে যে অ‍্যাপ

By Baadshah

September 21, 2018

ছবি ঝাপসা বা ফ্যাকাসে হয়ে যেতে পারে। এই ঝাপসা বা ফ্যাকাসে ছবির সমস্যা সমাধানে চলে এসেছে ‘পিকনিক’ নামে একটি অ্যাপ। অ্যাপটি চটজলদি আপনার ছবিকে সুন্দর, স্পষ্ট, চকচকে করে দিতে পারে।

এক নজরে অ‍্যাপটি ফিচার সমূহ:

৭০ মেগাবাইট সাইজের অ‍্যাপটি ১ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং প্লেস্টোরে অ্যাপটির রেটিং ৪.৫। বিনামূল‍্যে অ‍্যাপটি ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে।