বিবিধ

টপ অনলাইন সাইট বিডি২৪লাইভ

By Baadshah

March 28, 2018

বাংলাদেশে অনলাইন সাইটগুলোর মধ্যে দ্রুত জনপ্রিয় হচ্ছে বিডি২৪ লাইভ। অ্যালেক্সা রেটিং অনুযায়ী বাংলাদেশি সাইট হিসেবে এটি এখন আট নম্বরে উঠে এসেছে। এর আগে আছে কেবল প্রথম আলো ও যুগান্তর। সাইটটির বাংলা ও ইংরেজি সংস্করণ রয়েছে। বিডি লাইভ সূত্রে জানা গেছে, তাদের গত তিন মাসে ইউনিক ভিজিটর ছিল ৪০ লাখের বেশি।বিডি২৪লাইভ ডটকম গত দুই বছর ধরে এলেক্সায় ১০ এর মধ্যে আসে এবং ডেইলি ইউনিক ভিজিটর ৪লাক + পেইজ ভিউ ১০ লাক। এছাড়া দেশীয় সাইটের মধ্যে বিডি২৪লাইভ ৩য় এবং অনলাইন নিউজ পরটাল ১ম। পেজ ভিউ দুই কোটি।

এর আগে সম্প্রতি জনপ্রিয় সাইট হিসেবে দুইয়ে উঠে আসে যুগান্তর। কালের কণ্ঠ, বাংলা নিউজ, বিডিনিউজ, ইত্তেফাকের মতো সাইটগুলোকে পেছনে ফেলেছে যুগান্তর ও বিডিলাইভ। অবশ্য অ্যালেক্সা রেটিং সব সময় মানসম্পন্ন রেটিং বলে মনে করেননা অনেকেই।

এদিকে, জনপ্রিয় টেক পোর্টাল হিসেবে ধীরে ধীরে এগোচ্ছে টেকজানো। সাইটটির রেটিং এখন সাড়ে চার হাজারের নিচে। আন্তর্জাতিক রেটিং ১০ লাখের নিচে।