খেলা

টফি অ্যাপে দেখা যাচ্ছে বাংলাদেশ শ্রীলংকা টেস্ট ক্রিকেট সিরিজ

By Baadshah

May 19, 2022

দেশের জনপ্রিয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি-তে বাংলাদেশ ও শ্রীলংকা এর মধ্যকার দুটি টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ম্যাচগুলো যে কোন নেটওয়ার্ক থেকে ফ্রি দেখা যাবে অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইস ও অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপে।

১৫ মে থেকে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে টফি তে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৩ মে থেকে ২৭ মে ঢাকায় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি প্রচারিত হবে। টফি অ্যাপে লাইভ স্পোর্টসের জন্য রয়েছে নির্ধারিত চ্যানেল। এই চ্যানেলে বাংলাদেশ-শ্রীলংকা এর টেস্ট সিরিজ সরাসরি দেখতে পারবেন দর্শকরা। চ্যানেল লিংক: https://toffeelive.page.link/BDvsSL

আব্দুল মুকিত আহমেদ, ডিরেক্টর, টফি, বলেন, “বাংলালিংক সবসময় যুগোপযোগী ডিজিটাল সার্ভিস প্রদানে উৎসাহী। ঈদের আমেজ শেষ হতে না হতেই টফি অ্যাপে বাংলালিংক নিয়ে এসেছে বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজের লাইভ খেলা। বাসা, অফিস, চলার পথ – সবখানেই যেকোন নেটওয়ার্ক থেকে ফ্রি দেখা যাচ্ছে ম্যাচগুলো।“

তিনি আরও বলেন, “বিগত ঈদ-উল-ফিতর উপলক্ষে টফি-এর প্রথম অরিজিনাল সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ দেখা যাচ্ছে অ্যাপটিতে। দর্শকদের কাছ থেকে সিনেমাটি নিয়ে আমরা ভালো সাড়া পেয়েছি। এছাড়াও ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) এর প্রথম বাংলাদেশি প্ল্যাটফর্ম হিসেবেও দেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম তৈরীতে কাজ করবে টফি।”

টফি অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। টফি-এর ওয়েবসাইট থেকেও কনটেন্ট দেখা যেতে পারে: https://toffeelive.com/