করপোরেট

টাকশালডটকমে একটি ঘড়ি কিনলে আর একটি ফ্রি

By Baadshah

February 23, 2018

যারা ঘরে বসে অনলাইন থেকে ঘড়ি কিনতে চান তাদের জন্য সুখবর। ঘড়ি বিক্রয়ের ই-কমাস প্রতিষ্ঠান হিসেবে পরিচিত টাকশাল ডটকম (www.takshal.com) অনলাইনে ঘড়ি ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সকলেই প্লেস্টোরের টাকশাল ই-কমার্স অ্যাপ নামিয়ে বা সরাসরি অডার করলেই ১০ থেকে ৩০ শতাংশ ছাড়ে কিনতে পারবেন।

এবং অ্যাপ ডাউনলোড করে অডার করলে একটি ঘড়ি কিনলে আরেকটি বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। কয়েকটি মডেলের ঘড়িতে এ সুযোগ পাওয়া যাবে। বিভিন্ন ধরনের ঘড়ির সংগ্রহ রয়েছে টাকশালে। ক্যাসিও, জিশক, সোনাটা, ফাস্টট্র্যাক,ওমেগা, রোলেক্স, হাবলট, ট্যাগ হিউয়ারের মতো ব্র্যান্ডের পাশাপাশি অ্যাপলের স্মাটওয়াচও আছে টাকশালে।

টাকশাল ডটকমের প্রধান নির্বাহী মাহাবুব হাসান বলেন,‘ঘড়ি বিক্রয়ের অনলাইন ঠিকানা হিসেবে টাকশাল ইতিমধ্যে ক্রেতাদের আস্থা অজন করেছে। প্রথম থেকে দারুণ সাড়া পেয়েছে টাকশাল। আমাদের ই-কমার্স সাইট থেকে ক্রেতারা কম দামের মধ্যে ব্র্যান্ডের ঘড়ি কিনতে পারেন। শুধু ঘড়ি বিক্রয়ের জন্য এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।

মাহাবুব হাসান আরও বলেন, ভাষার মাসে ক্রেতাদের সন্তুষ্টির কথা মাথায় রেখে বিশেষ অফার চালু করেছে টাকশাল। অ্যাপ ডাউনলোড করে অডার করলে নিদিষ্টি ব্র্যান্ডের কিছু ঘড়িতে একটি কিনলে একটি ফ্রি পাবেন ক্রেতারা। সুবিধাটি উপভোগ করতে ক্রেডিট কার্ডেরও প্রয়োজন পড়বে না। এছাড়া পণ্য ডেলিভারির ক্ষেত্রেও কোনো অতিরিক্ত টাকা গুনতে হবে না ক্রেতাদের। প্রতিষ্ঠানটি বিনা খরচে ক্রেতাদের কাছে পৌঁছে দেবে তাদের অর্ডার করা ঘড়িটি। অ্যাপটি পেতে https://play.google.com/store/apps/details?id=net.maxitbd.takshal–