টেক-বিনোদন

টিকটক অপু জামিন পায়নি

By Baadshah

August 06, 2020

সড়কে মারামারির ঘটনায় আলোচিত-সমালোচিত টিকটকার ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাই’এর রিমান্ড বাতিলের পর তার জামিন আবেদনও ফিরিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইয়াছিন আরাফাত অপু ও তার সহযোগী নাজমুল হাসানের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকার মহানগর হাকিম মোশের্দ আল মামুন ভূঁইয়া।

রাজধানীর উত্তরায় সড়ক আটকে ভিডিও তৈরির সময় ওই পথ পেরোতে চাওয়া এক ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেফতার এই দুই অভিযুক্তকে গত মঙ্গলবার রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়েছিলেন ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার।

আজ জামিন শুনানিতে আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়নি।

অপুর পক্ষে আইনজীবী এ কে এম শফিকুল ইসলাম দীপু এবং নাজমুলের পক্ষে মো. ইসমাইল হোসেন জামিন শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন এএসআই নূরুল ইসলাম।

এর আগে সোমবার রাস্তা আটকে টিকটক ভিডিও তৈরির সময় অপুকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। তার বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগে মামলা হয়েছে।