TechJano

টুইটারে বাংলাদেশিদের ১৫ অ্যাকাউন্ট বন্ধ কেন?

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর এবার টুইটার বন্ধ করল বাংলাদেশিদের ১৫টি অ্যাকাউন্ট। প্রাথমিক তদন্তের পর টুইটার বলছে, ‘দেখে মনে হচ্ছে, বেশ কিছু অ্যাকাউন্টে রাষ্ট্র-মদদপুষ্ট ব্যক্তিদের যোগসূত্র থাকতে পারে।’
টুইটার সেফটি থেকে টুইট করে এসব কথা বলা হয়েছে। তারা বলেছে, ‘এই খাতের সঙ্গে যুক্ত আমাদের সমকক্ষীয় ব্যক্তিদেরনিয়ে এ বিষয়ে কাজ করছি আমরা। তাতে অল্প সংখ্যক অ্র্যাকাউন্ট শনাক্ত এবং বন্ধ করা হয়েছে। এসব অ্যাকাউন্টকে বাংলাদেশ থেকে সুসংগঠিত জালিয়াতির প্লাটফরম হিসেবে (কোঅর্ডিনেটেড প্লাটফরম ম্যানিপুলেশন) সৃষ্টি করা হয়েছে ।’
টুইট সেফটি আরও বলেছে, ‘আমাদের তদন্ত এখনও চলমান আছে। আমাদের আইন প্রয়োগের বিষয়টি সম্প্রসারিত হতে পারে। এখন পর্যন্ত আমরা ১৫টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’

Exit mobile version