প্রযুক্তি খবর

টুইটারে সরাসরি অডিও সুবিধা

By Baadshah

September 11, 2018

সরাসরি শুধু অডিও সম্প্রচারের নতুন এক ফিচার এনেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এর মাধ্যমে ফলোয়াররা শুধু কণ্ঠ শুনতে পাবেন কিন্তু তাকে দেখতে পাবেন না।

শুক্রবার ঘোষণা করা এই ফিচার বর্তমানে সব আইওএস ব্যবহারকারী তাদের মূল টুইটার অ্যাপ আর টুইটারের সরাসরি সম্প্রচার অ্যাপ পেরিস্কোপে ব্যবহার করতে পারছেন, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

নতুন এই ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদেরকে তাদের অ্যাপটি আপডেট করতে হবে ও ‘গো লাইভ’ অপশনে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

মাইক্রোব্লগিং সাইটটি তাদের নকশা বদল নিয়েও কাজ করছে। এর মাধ্যমে ডেস্কটপ সাইটে ‘এক্সপ্লোর’ ট্যাব ও বুকমার্কস অপশনসহ অন্যান্য ফিচার যোগ করা হবে। বর্তমানে এই ফিচারগুলো ব্যবহারের সুযোগ অল্প সংখ্যক ব্যবহারকারী পাচ্ছেন।

যদিও টুইটারে লাইভ এই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ভিডিও লাইভ সুবিধা চালু করে মাইক্রো ব্লগিং এই সাইটটি। এ ছাড়া টুইটারে নতুন আরও কিছু ফিচার যোগ হতে যাচ্ছে সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আসন্ন ফিচারের মধ্য দিয়ে ফলোয়ারকে অনলাইনে দেখতে পাওয়া যাবে।