TechJano

টেলিনর ইয়ুথ ফোরামের ফাইনাল জিতলেন কারা?

গ্রামীণফোন টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৮- এর গ্র্যান্ড ফিনালের জন্য ৭ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছে। ১৪শ’র বেশি আবেদন পত্র বাছাই করে পাওয়া ৬০ জন আবেদনকারী গত ৪ ও ৫ সেপ্টেম্বর জিপিহাউজে গ্র্যান্ড ফিনালের সাতটি স্থানের জন্য নিজেদের ধারণা উপস্থাপন করেন।

ফাইনালিস্টরা হচ্ছেন-ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তাসনীম ওমর আভা, আইবিএ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিন আলম ও সৈয়দ সামিন শাহরিয়ার, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের তারেক মুসান্না ও মোহাম্মদ নাজিব ইন্তোসার, আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবিহা সাজু ইবনে আবেদিন এবং আর্মি আইবিএ’র ইফতেখার মাহমুদ।

গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী দুই জন এ বছরের ডিসেম্বরে নোবেল শান্তি পুরষ্কার প্রদানের সময় নরওয়ের রাজধানী অসলো ভ্রমণ করবেন। প্রতি বছর নোবেল পিস সেন্টারের সহযোগিতায় টেলিনর ইয়ুথ ফোরাম আয়োজিত হয়। এ উদ্যোগের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘ব্রাইট মাইন্ডস রিডিউসিং ইনইকুয়ালিটিস’।

Exit mobile version