ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার টেলিটক বাংলাদেশ লিমিটেড অন্যতম সেরা রাজস্ব প্রদানকারী সম্মাননায় ভূষিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন । তিনি টেলিটকের চলমান অগ্রগতি আরও বেগবান করতে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।
মন্ত্রী আজ সোমবার এক বিবৃতিতে জানান, খুবই আনন্দের বিষয় ২০২০-২০২১ অর্থ বছরে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড ১৮তম হয়েছে। উক্ত অর্থ বছরে টেলিটক মোট ১৩৭.৩৫ কোটি টাকা ভ্যাট, এসডি, এসসি বাবদ প্রদান করেছে।
উল্লেখ্য এ বছর ভ্যাট সপ্তাহ উপলক্ষে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ৩০ টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। টেলিটক বাংলাদেশ লিমিটেড অন্যতম সেরা রাজস্ব প্রদানকারী হিসেবে সম্মাননা লাভ করে।