গেইম

টেসলা গাড়িতে চালু হচ্ছে গেইমিং ব্যবস্থা!

By Baadshah

August 07, 2018

টেসলা গাড়িতে গেইমিং ব্যবস্থা আনার ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক। এক টুইট বার্তায় মাস্ক বলেন, “আপনি যদি ভিডিও গেইম তৈরি করে থাকেন, তাহলে টেসলায় আবেদন করতে পারেন। আমরা খুব মজার কিছু গেইম বানাতে চাই যা মূল টাচ স্ক্রিন, ফোন এবং গাড়িতে সংযুক্ত থাকবে।”

এখন গ্রাহকের মনে প্রশ্ন থাকতে পারে গাড়ির জন্য গেইম তৈরির বাস্তবিক অর্থ কী হতে পারে? আপাতত সে প্রশ্নের উত্তর অস্পষ্টই থেকে যাচ্ছে। মাস্ককে এক টুইটার গ্রাহক বলেন, “আশপাশের টেসলা মালিকদের মধ্যে একটি ইন্টারঅ্যাকটিভ গেইম দারুণ কিছু হবে।” জবাবে মাস্ক বলেন, “এমন কিছুই করা হবে, কিন্তু গাড়ির প্রাপ্তবয়স্কদের জন্য।”

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে গাড়ি যখন থেমে থাকবে তখনই কেবল গেইমগুলো খেলা যাবে বা শুধু যাত্রীরা গেইম খেলতে পারবেন।

গাড়ির মূল টাচ স্ক্রিনে গেইম চালানো হলে তা চালকের মনযোগে ব্যাঘাত ঘটাবে বলেও ধারণা করা হচ্ছে। টেসলা প্রধানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে আপাতত কোনো জবাব দেননি তিনি। এরই মধ্যে পরবর্তী সফটওয়্যার আপডেটে গাড়ির মূল টাচ স্ক্রিনের জন্য ক্লাসিক ‘আটারি’ গেইম আনতে যাচ্ছে টেসলা।